সোমবার, ৬ মে, ২০১৩

Masoud Mohammed

Shahadat Hossain shared বাংলার বাঘ. বেচে থাক's photo.
Masoud Mohammed
[প্লীজ এড়িয়ে যাবেন না! এক মিনিট বিরতি দিয়ে হলেও এই লিখাটি পড়ুন]

দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনীর নিরবতা দেখে আমি যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি! ক্ষোভের আগুনও জ্বলছে বুকে এই কাপুরুষ নিয়ে আমরা এতদিন গর্ব করতাম! আফসোস হচ্ছে! ভীষণ আফসোস হচ্ছে!

সাভার ট্রাজেডির সামান্য কিছুদিন আগেও আমাদের এলাকার এক ছোট ভাইকে আমি বলেছিলাম, দেশে সামরিকবাহিনীর মধ্যে একমাত্র খাঁটি দেশপ্রেমিক থাকলে আমাদের সেনাবাহিনী-ই আছে!

অথচ এই দেশপ্রেমিক সেনাবাহিনীর নিরবতাতেই ঘটে গেলো এদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ হত্যা! আফসোস আমাদের বুঝতে দেরি হয়েছে যে সেনাবাহিনীও সরকারের পা চাটা গোলাম!

আসলে আমাদের সেদিনই বোঝা উচিত ছিল, যেদিন তারা বলেছিলো, হাসিনার উৎসাহেই তারা সাভারের রানা প্লাজার উদ্ধার তৎপরা চালাতে মনের জোর পেয়েছিলো!

হে প্রিয় দেশবাসী! একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করে বসে থাকলে আমরা বিরাট ভুল করবো! ইসলাম টিকিয়ে রাখতে, ঈমান বাঁচাতে ও দেশ থেকে আগাছাগুলো পরিষ্কার করতে আমাদেরকে উচিত রাজপথে নেমে পড়া।

ভয় নেই। আল্লাহ আমাদের সাথেই আছেন।
Masoud Mohammed
[প্লীজ এড়িয়ে যাবেন না! এক মিনিট বিরতি দিয়ে হলেও এই লিখাটি পড়ুন]

দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনীর নিরবতা দেখে আমি যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি! ক্ষোভের আগুনও জ্বলছে বুকে এই কাপুরুষ নিয়ে আমরা এতদিন গর্ব করতাম! আফসোস হচ্ছে! ভীষণ আফসোস হচ্ছে!

সাভার ট্রাজেডির সামান্য কিছুদিন আগেও আমাদের এলাকার এক ছোট ভাইকে আমি বলেছিলাম, দেশে সামরিকবাহিনীর মধ্যে একমাত্র খাঁটি দেশপ্রেমিক থাকলে আমাদের সেনাবাহিনী-ই আছে!

অথচ এই দেশপ্রেমিক সেনাবাহিনীর নিরবতাতেই ঘটে গেলো এদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ হত্যা! আফসোস আমাদের বুঝতে দেরি হয়েছে যে সেনাবাহিনীও সরকারের পা চাটা গোলাম!

আসলে আমাদের সেদিনই বোঝা উচিত ছিল, যেদিন তারা বলেছিলো, হাসিনার উৎসাহেই তারা সাভারের রানা প্লাজার উদ্ধার তৎপরা চালাতে মনের জোর পেয়েছিলো!

হে প্রিয় দেশবাসী! একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করে বসে থাকলে আমরা বিরাট ভুল করবো! ইসলাম টিকিয়ে রাখতে, ঈমান বাঁচাতে ও দেশ থেকে আগাছাগুলো পরিষ্কার করতে আমাদেরকে উচিত রাজপথে নেমে পড়া।

ভয় নেই। আল্লাহ আমাদের সাথেই আছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন